চট্টগ্রাম ওয়ারিয়র্সকে হারিয়ে বিজয়ী আনোয়ারা গ্লাডিয়েটরস

শিখর সৌহার্দ্য ফুটবল টুর্নামেন্ট

| মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক ‘শিখর সোহার্দ্য ফুটবল টুর্নামেন্ট -২২ অনুষ্ঠিত হয়েছে। মাদক একেবারেই নয়-খেলাধুলায় শরীর ও মন ভালো রই। শিখর কর্তৃক আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম ওয়ারিয়র্সকে হারিয়ে আনোয়ারা গ্লাডিয়েটরস জয়লাভ করে।
উক্ত খেলায় উদ্বোধক ছিলেন শিখরের শুভাকাঙ্ক্ষী মো. জাবেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন মোজাম্মেল হক। বিশেষ অথিতি ছিলেন ডা. এমদাদ হাসান, রুহুল আমিন, মুহিবুল্লাহ, রাবেয়া বসরি। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাসুদুর রহমান, জয়ন্ত বড়ুয়া, সহ-সভাপতি নকিবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ আলী মুন্না, অর্থ সম্পাদক রিফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, নুসরাত জাহান রিয়া প্রমুখ। সংগঠনের সভাপতি আব্দুস সামাদ রিফাত ও আয়োজক কমিটির চেয়ারম্যান আল-শাহরিয়া রাফি পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব আব্দুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত দেশ গড়তে খেলাধূলায় তরুণদের ফিরিয়ে আসতে হবে। মাদকের নেশা থেকে বাঁচতে সকল মাদকাসক্তদের খেলার মাঠে আসার আহ্বান করেন তিনি। সংগঠনের সভাপতি বলেন, শিখর এই টুর্নামেন্টটি প্রতিবছর আয়োজন করবে। বর্তমান দেশে যারা মাদকাসক্ত হয়ে পড়েছে তাদের কে খেলাধূলায় ফিরিয়ে আনার একটি অনন্য প্রয়াস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস পালিত
পরবর্তী নিবন্ধফুটবল ট্রফি ভাঙার ঘটনায় সেই ইউএনওকে বদলি