পেকুয়ায় যত্রতত্র সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৪ ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেকুয়া উপজেলার চৌমুহনী কলেজ গেইট ও পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পূর্বিতা চাকমা এসব সাজা দেন।
উপজেলা নির্বাহী অফিসারের প্রধান সহকারী শরিফুল ইসলাম জানান, লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে সিএনজিচালিত অটোরিকশাচালক নাছির উদ্দিন (৪০)কে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুবলে পাঁচশত টাকা জরিমানা, লাইনম্যান ওসমান (৩০), আবুল কালাম (৩৮), হোছাইন মো. ইউনুছ (৩০)কে যত্রতত্র পার্কিং করার সুযোগ করে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দণ্ডবিধির ১৮৬০ এর ২৯১ ধারা অনুবলে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা বলেন, “যত্রতত্র পার্কিংয়ের কারণে পেকুয়ার চৌমুহনী ও বাজারে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”












