চাঁদ দেখা কমিটির সভা আজ

জানা যাবে ঈদে মিলাদুন্নবীর তারিখ

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাঙ নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ও০২-৯৫৫৫৯৫১। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুবান্ধব ও নিরাপদ শহর নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকা’র সাধারণ সভা