সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেন, সরকার ধারাবাহিকভাবে নানা প্রকার মেগা প্রকল্প সহ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে যে কার্যক্রম চলছে তার ধারাবাহিকতা রক্ষা করতে হলে দলকে সুসংগঠিত করতে হবে। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই।ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাসুদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খোকনের সঞ্চালনায় কাঞ্চনা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এতে উপস্থিত ছিলেন মাস্টার ফরিদুল আলম, মৃদূল কান্তি দাশ,অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, কুতুব উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, হোসেন কবির, ইউপি চেয়ারম্যান রমজান আলী, রুপ কুমার নন্দী খোকন, মোখলেস উদ্দিন জাকের, কাজী আসাদুজ্জামান, মিজানুর রহমান মারুফ, উজ্জ্বল ধর, কেএম পারভেজ উদ্দিন প্রমুখ।