বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন দেশবরেণ্য শিশুসাহিত্যিকবৃন্দ। এবার বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন দেশের ৫ কৃতী লেখক। তাঁরা হলেন : তপংকর চক্রবর্তী, সনজীব বড়ুয়া, রোকেয়া খাতুন রুবী, হাসনাত আমজাদ ও আশরাফুল আলম পিনটু। আগামী ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি গ্যালারি হলে তাঁদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ জানান, ‘শেখ রাসেল ছোটোদের বইমেলা’ দেশের প্রথমবারের মতো আয়োজিত হলেও ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আয়োজিত এবারের উৎসবে দেশের প্রায় সাড়ে তিন শ’ লেখকের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। উৎসব উপলক্ষ্যে একটা সংকলন প্রকাশিত হবে। এতে তালিকাভুক্ত লেখক ছাড়াও বিশিষ্ট জনের লেখা স্থান পাবে। এ উপলক্ষ্যে বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হচ্ছে। তন্মধ্যে রয়েছে : কিশোর উপন্যাস ‘ক্র্যাক প্লাটুনের রবিন হুড’- ড. আনোয়ারা আলম। প্রকাশক : অক্ষরবৃত্ত। শেখ রাসেলের ছোট্ট জীবনের কথা ‘বেদনার অন্তহীন নদী শেখ রাসেল – নেছার আহমদ। প্রকাশক : শৈলী। শেখ রাসেলের ছোট্ট জীবনের কথা ‘ভোরের শিশির শেখ রাসেল’-এমরান চৌধুরী। প্রকাশক : শব্দশিল্প। শিশুতোষ গল্প ‘ কাকবন্ধু ও লকডাউন’-কামরুল হাসান বাদল। প্রকাশক : অক্ষরবৃত্ত। ছড়া-কবিতার বই ‘এই হাসি এই কান্না’-কাসেম আলী রানা। প্রকাশক : শৈলী। ছড়া-কবিতার বই ‘লাল সবুজের পতাকা’-রাশিদা তিথি। প্রকাশক : শৈলী। শিশুতোষ গল্প ‘রামানুষ’- জাহেদ মোতালেব। প্রকাশক : অক্ষরবৃত্ত। কিশোরকবিতার বই ‘পঙ্খিরাজের ঘোড়া’-সনজিত দে। প্রকাশক : শৈলী। শিশু-কিশোর উপযোগী গল্প ‘রাসেল তোমাকে ভালোবাসি’-ইফতেখার মারুফ। প্রকাশক : শৈলী। বিজ্ঞান শিক্ষামূলক গ্রন্থ ‘গণিতের খেলা’-আখতারুল ইসলাম। শিশুতোষ গল্প ‘নাম ছিলো তার রাসেল’-রুনা তাসনিমা। প্রকাশক : অক্ষরবৃত্ত। ছড়ার বই ‘আমার পড়া পাখির ছড়া’- জসীম ওমর। প্রকাশক : অক্ষরবৃত্ত। শিশু-কিশোর উপযোগী গল্প ‘প্রতীকের স্বপ্ন’-জোনাকী দত্ত। প্রকাশক : শৈলী। শিশুতোষ গল্প ‘পেনসিল ও রাবারের গল্প’- হিমেল বরকত। প্রকাশক : অক্ষরবৃত্ত। এছাড়া প্রকাশিত হচ্ছে বেশ কিছু সংকলন। তন্মধ্যে রয়েছে : এমরান চৌধুরী সম্পাদিত ‘ছন্দ-ছড়ায় শেখ রাসেল’ (প্রকাশক : প্রজ্ঞালোক প্রকাশনী)। উৎপলকান্তি বড়ুয়া সম্পাদিত ছড়া কবিতার সংকলন ‘সোনামানিক রাসেল’, কাসেম আলী রানা সম্পাদিত ‘ছড়া-কবিতায় শেখ রাসেল’ ও ‘ছড়াশৈলী’র বিশেষ সংখ্যা (প্রকাশক : শৈলী), ডা. এস এম এমরান আলী সম্পাদিত ছড়া কবিতার সংকলন ‘আয়রে রাসেল ঘরে আয়’ (প্রকাশক : বাঙালি), অমিত বড়ুয়া সম্পাদিত ‘কিশোরবেলা’র বিশেষ সংখ্যা, গৌতম কানুনগো সম্পাদিত ‘ভালোবাসায় শেখ রাসেল’ (প্রকাশক : বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি)। প্রেস বিজ্ঞপ্তি।