চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে কাজ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি যে আস্থা, বিশ্বাস রেখেছেন ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে নেত্রীর আস্থার প্রতিদান দিবো। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকতে পারাকে পুণ্যের কাজ মনে করি। গতকাল শুক্রবার সন্ধ্যায় নাসিরাবাদ হাউজিং সোসাইটি হলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-চট্টগ্রামের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক প্রলোভন, লোভ আমাকে নীতিহীন করতে পারেনি। অনেক অত্যাচার-নির্যাতন, জেল-জুলুম, মামলা আর কতিপয় ষড়যন্ত্রকারীর বঞ্চনা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন আর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের রাজনীতিতে আছি। এই আওয়ামী লীগ এনেছে আমাদের স্বাধীনতা। আওয়ামী লীগই দেশকে উন্নত আর সমৃদ্ধ করে চলেছে। ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়নে চট্টগ্রামের মন্ত্রী, এমপি এবং সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করবো। চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির বিকাশেও কাজ করে যাবো।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মো. হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি প্রকৌশলী এনামুল বাকী, এম এ রশীদ, রফিকুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক আবুল হাসেম, দপ্তর সম্পাদক মো. শাহজাহান, প্রযুক্তি সম্পাদক মইনুদ্দিন জুয়েল, শুভাশীষ চক্রবর্তী, সৈকত কান্তি দে, সাকিব আমান, খোরশেদ আলী মিশু, সাইফুল ইসলাম শিবলু, প্রলয় চক্রবর্তী, সাইদ ইসমাল পারভেজ, আশিকুল ইসলাম, ইফতেখার আহমেদ, ইমরানুর রশিদ, রেজওয়ানা শারমিন বেগম, শোভন প্রমুখ।