রোটারির কল্যাণে বিশ্ব এখন পোলিওমুক্ত

চিটাগং সুপ্রিম পরিদর্শনকালে জেলা গভর্নর

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

রোটারি জেলা গভর্নর রুহেলা খান চৌধুরী সম্প্রতি রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম পরিদর্শন করেন। ১ম পর্বের সভায় গভর্নরের সাথে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টলম্যান মো. জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মো. শাহজাহান ও অ্যাসিস্ট্যান্ট গভর্নর নাদিরা বেগম শিল্পী, ক্লাব সভাপতি অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট জোবাইদুর রশিদ রনি ও সেক্রেটারি মো. সরওয়ারুল আজম।
ক্লাব সভাপতি অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার ২য় পর্ব জয়েন্ট সার্জেন্ট অ্যাট আর্মস মো. মফিজুর রহমানের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মো. এরশাদ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট জোবাইদুর রশিদ রনি, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ নাজমুল হক ও ট্রেজারার মুহাম্মদ আলী মিঞা। উপস্থিত ছিলেন সার্ভিস ডাইরেক্টর মো. সাফায়াত হোসেন, ডা. নাবিল চৌধুরী ও মো. মহসিন উদ্দীন, জয়েন্ট এডিটর মো. কুতুব উদ্দীন, সার্জেন্ট অ্যাট আর্মস অ্যাড. সৈয়দ মোতাহের হোসাইন রাসিব, মামুনুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রুহেলা খান চৌধুরী বলেন, রোটারি বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারির কল্যাণে বিশ্ব এখন পোলিওমুক্ত।

পূর্ববর্তী নিবন্ধবাংলা প্রচলন উদ্যোগের সভা নামফলক বাংলা করার দাবি
পরবর্তী নিবন্ধহালদা থেকে আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ