নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৫শ লিটার চোলাই মদসহ মো. রবিউল হোসেন হৃদয় (২৬) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটক রবিউল রাউজান থানার ডালার মুখ রহমত পাড়ার আব্দুল মান্নানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পুকুর পাড় এলাকায় কালুরঘাট থেকে আসা একটি ট্রাককে সিগন্যাল দেওয়া হয়। ট্রাকটি থামিয়ে পালানোর চেষ্টাকালে চালক মো. রবিউল হোসেন হৃদয়কে আটক করা হয়। এ সময় ট্রাকের মধ্যে থাকা ৫শ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিউলসহ পলাতক আসামিরা রাঙামাটি থেকে চোলাইমদ সংগ্রহ করে পাইকারি দামে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। উদ্ধারকৃত চোলাইমদ বিক্রির উদ্দেশ্যে নগরে নিয়ে আসছিল।