রাঙ্গুনিয়ায় ভিমরুলের কামড়ে ফজল কাদের (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সাদেক চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। ভিমরুলের কামড়ে তার দুই পুত্রও আহত হন।
নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কৃষক ফজল কাদের তার জমিতে কাজ করে ফেরার পথে খেজুর গাছের ডাল ভাঙতে গেলে হঠাৎ চারদিক থেকে ভিমরুলের ঝাঁক তাকে আক্রমণ করে। এতে ভিমরুলের কামড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম খোকন বলেন, ফজল কাদের ভিমরুলের আক্রমণের শিকার হলে উদ্ধারের পর একটু সুস্থ হয়েছিলেন। পরে পানি পান করে গোসল করলে তীব্র যন্ত্রণা বেড়ে যায়। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। একইদিন আছরের নামাজের পর স্থানীয় মুন্সিপাড়া জামে মসজিদ মাঠে নামাজের জানাজা শেষে দাফন করা হয়।