বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজ এলাকা থেকে ৩ হাজার ইয়াবাসহ নুর নাহার (৪৫) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ির ফুটখালী ব্রিজ পাকা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয় জানিয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম পরিচালনাসহ আদালতে সোপর্দ করা হবে। পুলিশের এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান।