সিরিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ৩৪

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

লেবানন থেকে যাত্রা করে সিরিয়ার উপকূলে ডুবে গেছে একটি অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকা। এ ঘটনায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন।
কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সিরিয়ার সরকারের বরাত দিয়ে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বাংলানিউজের।
এর আগে গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিজেদের উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৪ নিহতের কথা জানায়। জীবিত উদ্ধার ২০ অভিবাসী ও শরণার্থীকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বেঁচে যাওয়াদের সঙ্গে সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে তাদের বহনকারী নৌকাটি যাত্রা শুরু করে। এতে প্রায় দেড়শ জনের মতো যাত্রী ছিল। যে স্থানে নৌকাডুবির ঘটনাটি ঘটে তার আশপাশের পরিস্থিতি কঠিন। উত্তাল সমুদ্র এবং প্রবল বাতাসে ঝুঁকি নিয়ে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বন্দর মহাপরিচালক সামের কুব্রুসলি।

পূর্ববর্তী নিবন্ধএবার মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব
পরবর্তী নিবন্ধইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া : জাতিসংঘের তদন্তদল