জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পয়েন্ট পেল কাস্টমস

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৫ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে এবার সিটি কর্পোরেশন বাদে বাকি অফিস দলগুলোর নাজুক অবস্থা। শুরু থেকেই একসময়ের দাপুটে দলগুলো এবার ব্যর্থতা দেখাচ্ছে। এর মধ্যে অন্যতম কাস্টমস স্পোর্টস ক্লাব এবং বিসিআইসি ক্রীড়া সংসদ। জানা গেছে দুটি দলই উধ্বর্তন কর্তৃপক্ষের সহযোগিতা না পেয়ে কোনমতে দল গড়ে মাঠে নামিয়েছে। দুটি দলই প্রথম তিন খেলায় টানা পরাজিত হয়েছিল। গতকাল ছুটির দিনে নিজেদের চতুর্থ খেলায় কাস্টমস স্পোর্টস ৩-০ গোলে বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে। আর এ জয়ে কাস্টমস স্পোর্টস ক্লাব প্রথম জয় এবং প্রথম পয়েন্টের মুখ দেখলেও টানা চার খেলায় হেরে বিসিআইসি অবনমনের শংকায় পড়ে গেলো। চতুর্থ রাউন্ডের শেষ দিনের এই খেলায় গতকাল বিজয়ী দলের রিজওয়ান, রাসেল ও বদলি আমির ১টি করে গোল করেন। গতকাল খেলার শুরু থেকে অনেকটা প্রাধান্য বিস্তার করে খেলে সাবেক চ্যাম্পিয়ন কাস্টমস ক্লাব। আর তাতে করে বড় ব্যবধানে জয় পেয়ে স্বস্তিতে মাঠ ত্যাগ করে তারা। খেলার ১৩ মিনিটে বামপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শটে বল জালে পৌঁছে দিয়ে রিজওয়ান কাস্টমস স্পোর্টসকে এগিয়ে নেন (১-০)। ব্যবধান দ্বিগুন হয় প্রথমার্ধের যোগ করা সময়ে। এ সময় রাসেল মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে পড়েন। তিনি আগুয়ান কিপারকে ফাঁকি দিয়ে বল জালে প্লেস করে দেন (২-০)। বিসিআইসি আক্রমণ করেও প্রতিপক্ষ ডিফেন্ডার ও কিপারকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি। তবে প্রথমবারের মত খেলতে নেমে চট্টগ্রামের ছেলে ইনতিশার কয়েকটি দুর্দান্ত শট নেন যদিও তার লক্ষ্যভেদ হয়নি। শেষ দিকে রাসেলের শূন্যে ভাসানো বলে আমির ড্রাইভিং হেড করলে বল কিপারের হাত ফসকে গোল লাইন অতিক্রম করে। তাতে করে কাস্টমস (৩-০) গোলে এগিয়ে যায়। ৪ খেলা শেষে কাস্টমস ক্লাবের ৩ পয়েন্ট। আর ৪ খেলায় শূন্য হাতে বিসিআইসি ক্রীড়া সংসদ। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কাস্টমস এস.সি. দলের মো. রাসেল। তার হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা প্রাইজমানি তুলে দেন সিডিএফএ এর নির্বাহী সদস্য মোহাম্মদ ইসহাক। আজকের খেলা : চসিক একাদশ-চবক (দুপুর ১.৩০টায়)। ব্রাদার্স ইউনিয়ন-মুক্তিযোদ্ধা সংসদ (বিকেল ৩.৩০ টা)।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে প্রভাতী একাডেমির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধসামার এ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পদক পেল চট্টগ্রামের চুমকি