বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বয়স আশির কাছাকাছি হলেও এখনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। পরিবারের সদস্যদেরও ঠিকমতো সময় দিতে পারেন না। এ জন্য মাঝে মাঝে তার ওপর রাগ করেন নাততি আরাধ্য বচ্চন। বর্তমানে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনায় ব্যস্ত অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে এক প্রতিযোগীর সঙ্গে আড্ডার মাঝে তিনি জানিয়েছেন কীভাবে নাতনি আরাধ্যর রাগ ভাঙান। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের মেয়ে আরাধ্য। বয়স মাত্র ১০ হলেও এখনই নাচ, আবৃত্তিতে পারদর্শী। বলিউডের ‘বিগ বি’ বলেন, আরাধ্য সকালে স্কুলে চলে যায় আর আমি কাজে চলে আসি। স্কুল থেকে আসার পর তার মা তাকে বাড়ির কাজ করতে দেয়। আমার কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়। তাই আমাদের দেখা হয় না বললেই চলে।