পাঁচলাইশ থানা পূজা উদ্যাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা গত রোববার নগরীর মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে পাঁচলাইশ থানা পূজা পরিষদের সভাপতি রুবেল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। উদ্বোধক ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের অধ্যাপক অর্পণ ব্যানার্জী, মিথুন মল্লিক, সজল দত্ত, অ্যাড. নিখিল কুমার নাথ, প্রিয়তোষ ঘোষ রতন, অঞ্জন দাশ, ছোটন দাশ, সানি দাশ, জয় দে টিকলু, সানি সেন, কার্যকরি সদস্য প্রিয়লাল গোস্বামী, বিকাশ শীল, রাজীব দাশ, বিধান শীল, অপলক পুরোহিত দিব্য। স্বাগত বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী শুভাশীষ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা পূজা পরিষদের সাবেক সভাপতি সঞ্জীব দাশ ভুট্টু ও চন্দন দেবনাথ, যীশু নাথ, সজল দাশ, মিঠু চৌধুরী, সেন্টু দাশ, বিশ্বজিত শীল, লিটন দাশ, অনিক চৌধুরী, রুবেল দাশ, দীপেন সেন, উত্তম দে, মহিলা সম্পাদিকা কৃষ্ণা দাশ, রাধারাণী চৌধুরী, অর্ণব দে রাহুল, নিলয় দত্ত আকাশ, শুভ দাশ, সজল শীল, রতন ভট্টাচার্য্য, বিপ্লব চৌধুরী, মিঠু দে, মিশু দাশ, রুবেল দেওয়ানজী, শান্তুনু দাশ, দেবরাজ দাশগুপ্ত, অপু চক্রবর্তী প্রমুখ। প্রধান অতিথি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য বলেন, পূজাই হোক মাতৃ আরাধনা। আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রতিটি পূজামণ্ডপে সাত্ত্বিকতায় পূজা উদ্যাপনের জন্য তিনি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।