চবি আবৃত্তি মঞ্চের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

‘শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ স্লোগানকে সামনে রেখে ২০০০ সালে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের। গত ৭ সেপ্টেম্বর ২৩ বছরে পা দিয়েছে সংগঠনটি।
এ উপলক্ষে আবৃত্তি মঞ্চের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চতুর্বিংশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারি মিলনায়তনে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। খবর বাংলানিউজের।
চবি আবৃত্তি মঞ্চের সভাপতি সোহান আল মাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা মাছুম আহমেদ। উপদেষ্টা জেবুন নাহার শারমিন ও সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত গবেষক গীতা দত্ত, মো. মুজাহিদুল ইসলাম, প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, আলী প্রয়াস, পুনম দত্ত, ইকবাল হোসেন জুয়েলসহ অনেকে। আবৃত্তি মঞ্চের অনুষ্ঠান সম্পাদক শাকিল আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। এরপর চতুর্বিংশ আবৃত্তি কর্মশালার প্রশিক্ষণার্থীদের আবৃত্তি পরিবেশন হয়। পরে কর্মশালার প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। প্রধান অতিথি কর্মশালার প্রশিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় কথামালা পর্বে অনুভূতি ব্যক্ত করেন অতিথিরা। চবি আবৃত্তি মঞ্চের সভাপতি সোহান আল মাফির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধফার্মেসি ও বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধউৎসে কর কর্তন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা