কর্ণফুলী নদী থেকে আনুমানিক ২৩ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী থানার ইয়াকুব নগর লইট্টা ঘাট (৪নং ঘাট) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল রাত পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, পিবিআই ও সিআইডি লাশের আঙ্গুলের চাপ নিয়ে গেছে। মৃত ব্যক্তির এনআইডি করা থাকলে পরিচয় বের হবে। ইতোমধ্যে আমরা কর্ণফুলী ও হালদা নদীর তীরবর্তী সকল থানায় লাশ উদ্ধারের বিষয়ে বার্তা দিয়েছি। কোনো থানায় যদি কেউ হারিয়েছে এমন জিডি থাকে তাহলে খোঁজ নিতে পারবে। জানা যায়, উদ্ধার হওয়া লাশের মুখমন্ডল লম্বাটে। মাথা ও কপাল স্বাভাবিক। মাথায় কালো চুল আছে। ঠোঁট ফোলা ও দাত দেখা যায়। গায়ের রঙ শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। মৃতদেহের পরনে কালো জিন্স ও কালো অন্ডারওয়্যার আছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। পুলিশের ধারণা লাশটি এক দুইদিনের পুরানো।