৬০’র দশকের কিংবদন্তী ছাত্রনেতা, বৃহত্তর আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ মুরিদুল আলমের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। শহীদ মুরিদুল আলম ১৯৪০ সালের ১ জানুয়ারি চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী আহমেদুর রহমান চৌধুরীর সন্তান। শহীদ মুরিদুল ১৯৬০-৬১ সালে চট্টগ্রাম কলেজের নির্বাচিত জিএস ছিলেন। ১৯৫৮ সালে ছাত্র সংগঠনসূহ নিষিদ্ধ হওয়ার পর তিনি এমএ মান্নান, ফেরদৌস কোরেশী ও আবু ছালেহ্,র সহযোগে ১৯৬২ সালে চট্টগ্রামে নতুনভাবে ছাত্রলীগ গঠন করেন। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। মুরিদুল আলম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ২১ সেপ্টেম্বর বাঁশখালী যাওয়ার পথে জলকদর খালের পাড়ে রাজাকারদের অতর্কিত আক্রমণে তিনি মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।