মেয়েদের বরণে বিমানবন্দরে যাবেন না সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা নারী ফুটবলাররা দেশে ফিরছেন আজ। দুপুরে ঢাকায় পা রাখবে বাংলার সোনার মেয়েরা। ছাদখোলা বাসে নারী ফুটবলারদের বরণ করা হবে। তবে আজ বিমানবন্দরে উপস্থিত থাকবেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন। তিনি নারী ফুটবলারদের জন্য অপেক্ষা করবেন বাফুফে ভবনে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে ফুটবলাররা বিজয় উদযাপন করতে করতে বাফুফে ভবনে পৌঁছার পর তাদেরকে আরেক দফা স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানাবেন বাফুফে সভাপতি সালাউদ্দিন। কাজি সালাউদ্দিন বলেন তিনি বিমানবন্দরে গেলে নারী ফুটবলারদের চেয়ে সাধারণ মানুষের এবং সংবাদ মাধ্যমের ফোকাস এসে পড়বে তার ওপর। তিনি চান যে মেয়েরা দেশকে সম্মান এনে দিয়েছেন। যারা চ্যাম্পিয়ন হয়েছেন আলোটা তাদের ওপরই পড়ুক। গতকাল মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন কেন কাঠমান্ডু যাননি তারও ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন আমি কাঠমান্ডু গেলে ভালোও হতে পারতো আবার খারাপও হতে পারতো। আমি গেলে হয়তো মেয়েরা চাপে পড়ে যেত। যদি ওদের ওপর এক্সট্রা প্রেসার হয়ে যায় সেজন্য আমি যাইনি। তবে ওদের সব খেলা দেখেছি। তিনি বলেন আমি বিমানবন্দরে যাবো না। কারণ আমি গেলে আপনারা আমাকেই প্রশ্ন করবেন। এটা মেয়েদের টিম, ওরাই খেলে চ্যাম্পিয়ন হয়েছে। আমি চাই আলো যেন ওদের ওপর থাকে। অনেকে যাবেন। সচিব যাবেন। আমি চাই আপনারা এটাকে প্লেয়ারস কাপ করে তুলুন। আমার না যাওয়া নিয়ে আপনারা ভুল বুঝবেন না।

পূর্ববর্তী নিবন্ধছাদখোলা বাস স্বপ্নার কাছে নতুন কিছু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মোহামেডানের চুকবল কমিটি গঠন