সোমবার সন্ধ্যাটা ছিল বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য স্বপ্নময় এক সন্ধ্যা। তাইতো এমন ইতিহাস গড়ার পর বাংলাদেশ নারী দলের ফুটবলাররা গতকাল মঙ্গলবার সকালে কাঠমান্ডু ঘুরতে বেরিয়েছিলেন। সকালের নাশতা শেষ করেই দলের সবাই বেরিয়ে পড়েন শহরে। দুপুরের খাওয়ার আগেই ফিরে আসেন হোটেলে। তবে পুরো দলের সঙ্গে ঘুরতে বাইরে যেতে পারেননি সিরাত জাহান স্বপ্না। পায়ের ব্যথা নিয়ে হোটেলেই ছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। তিনি বলেন পরপর তিন ম্যাচে একই জায়গায় আঘাত পেয়েছি। যে কারণে পায়ের অবস্থা ভালো নয়। তাই সবার সঙ্গে ঘুরতে যেতে পারিনি। আমি হোটেলেই ছিলাম। সবাই ঘুরতে গিয়েছিল, কেনাকাটা করেছে। সবাই বাইরে গেলেও নিজে যেতে পারেননি বলে খারাপ লাগেনি স্বপ্নার। ঘুরতে যেতে পারিনি তাতে কি হয়েছে। চ্যাম্পিয়ন তো হয়েছি। এত বড় অর্জনের পর ঘোরাটা না হলেই বা কী? গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছিল কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। ঘুরতে না বের হলেও দূতাবাসে গিয়েছিলেন স্বপ্না। আজ বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নারী ফুটবল দলকে আনার জন্য তৈরি হচ্ছে ছাদখোলা বাস। ছাদখোলা বাসের ব্যবস্থা করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ বিষয়টি জানতেই স্বপ্না বললেন, ‘দারুণ। হোক না নতুন কিছু।