রাউজানে আদফিয়া হোসেন রাহেজা (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাহেজা ওই গ্রামের মো. জেবল হোসেনের কন্যা ও চট্টগ্রাম মহিলা কলেজের ছাত্রী। স্থানীয়রা জানায়, রাহেজার বাবা-মায়ের মধ্যে গত কয়েক মাস থেকে সম্পর্কের অবনতি ঘটায় মা বাপের বাড়ি চলে যায়। যাওয়ার সময় মায়ের সাথে রাহেজাকে নিয়ে গেলেও পরে বাবা মেয়েকে তার কাছে নিয়ে আসে। এমন পরিবেশের মধ্যে রাহেজা মানসিকভাবে অশান্তির মধ্যে ছিল। এক সময় বাবা-মায়ের সম্পর্ক বিবাহ বিচ্ছেদের পর্যায়ে যাওয়ার উপক্রম হয়। এর জের ধরে মানসিকভাবে ভেঙে পড়া রাহেজা সোমবার নিজ বসতঘরের দ্বিতীয় তলায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনা জেনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গহিরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশটি হাসপাতাল থেকে থানায় নিয়ে যান। বিষয়টি জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদল্লাহ আল হারুন বলেন, এই আত্মহত্যার ঘটনায় পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ তাদের হস্তান্তর করা হয়েছে।










