বোয়ালখালী ও সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী ও এক যুবকের মৃত্যু হয়েছে।
বোয়ালখালী প্রতিনিধি জানান, গতকাল সোমবার সকালে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওয়ারিস মুন্সির বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তসলিম (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত তসলিম ওই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে বাগানের একটি কলা গাছ কাটতে গিয়ে তসলিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করেন তাকে। সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তসলিমকে মৃত ঘোষণা করেন। কধুরখীল ইউনিয়ন পরিষদের সদস্য কোহিনুর আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল সোমবার সকালে পৌরসদরে বিদ্যুৎ ওয়ারিংয়ের কাজ করার সময় মো. জাহিদ হাসান খান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের হাসান গোমস্তা এলাকার মো. হারুনের পুত্র। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে সীতাকুণ্ড পৌর বাজারে নুহাশ ফার্মেসির তৃতীয় তলায় বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতার কারণে জাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেঙ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রশাসনের অনুমতি নিয়ে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।












