যে গহনাগুলো অলংকৃত করতো রানি দ্বিতীয় এলিজাবেথকে, তার শবযাত্রায় সেগুলো পরে অংশ নিতে দেখা গেল নাতবউ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনকে। গতকাল সোমবার রাজকীয় আনুষ্ঠানিকতায় দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হয়, যিনি সাত দশক যুক্তরাজ্যের রানি হয়ে ছিলেন।
শেষকৃত্যের অনুষ্ঠানে কেটের গলায় পরা মুক্তার হার এবং কানে পরা মুক্তার দুল এক সময় রানি নিজেই পরতেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল।
শবযাত্রার পুরো সময়টাতেই শোকার্ত থাকলেও সপ্রতিভ ছিলেন নতুন রাজা তৃতীয় চার্লসের বড় ছেলের বউ কেট। শোকের কালো পোশাকে যুবরাজ উইলিয়ামের পাশে ছিলেন কেট। দুই ছেলেমেয়েও ছিল তার সঙ্গে।