প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজারের পেকুয়ার মগনামার ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় গতকাল সোমবার কক্সবাজার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন প্রার্থনা করলে আদালত এ আদেশ দেন। ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী সাবেক যুবলীগ নেতা। তিনি মগনামা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। গত ৬/৭ বছর আগে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। তবে গতবার নির্বাচন করেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। সম্প্রতি মগনামা ইউনিয়ন পরিষদ চত্বরে পেকুয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের একটি সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে অশালীন ভাষায় বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে ৪নং আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। এই মামলায় গত ২৭ জুলাই ইউনুছ চৌধুরীকে ৬ সপ্তাহের জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল সোমবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।