প্রধান অতিথি জয়া আহসান

কলকাতায় বিশ্ব চলচ্চিত্র উৎসব

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ‘ফিপরেসি’ এই আয়োজনের সহ-আয়োজক। মঙ্গলবার কলকাতার নন্দনে হবে উৎসবের উদ্বোধন। যেখানে প্রধান অতিথি করা হয়েছে জয়া আহসানকে। এ কারণেই ‘বিউটি সার্কাস’র প্রচারণার ফাঁকে কলকাতা যেতে হবে অভিনেত্রীকে। জয়া আহসান প্রধান অতিথি হলেও উৎসব উদ্বোধন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ও পরিচালক কিরণ সান্তারাম। প্রথমবারের এই আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’। খবর বাংলানিউজের। এছাড়াও সেখানে প্রদর্শিত হবে বাংলাদেশের নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘রিপলস’। উৎসবে থাকবে আন্তর্জাতিক বিভাগের ৯টি সিনেমা। এর মধ্যে রয়েছে মিসর, ইকুয়েডর, কাজাখস্তান, ব্রাজিল, পর্তুগাল, নেপাল ও ইরানের সিনেমা। ইন্ডিয়ান প্যানারোমা বিভাগে দেখানো বিভিন্ন রাজ্যের আটটি সিনেমা। শ্রীলঙ্কার তরুণ পরিচালক অশোক হান্দাগামার রেট্রোস্পেকটিভে দেখানো হবে তার বিখ্যাত ও বিতর্কিত সিনেমাগুলো। উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও উপস্থিত থাকবেন। এছাড়া থাকবেন ফিপরেসির সভাপতি ভি কে যোসেফ, পরিচালক অতনু ঘোষ ও অভিনেত্রী গার্গী রায় চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসমাজের দুর্গত ও অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই
পরবর্তী নিবন্ধ‘সরকারি গেজেট অমান্যকারী মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান’