চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এতে জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার সকল থানার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অফিসার ইনচার্জরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্ব অনুসারে পূজা মণ্ডপগুলোকে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণিতে বিভক্ত করে সে অনুপাতে অফিসার-ফোর্স মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া পূজা উদযাপনকালে সড়ক/মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসি টিভি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











