চট্টগ্রাম জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া আসরের অন্যতম বিষয় সাঁতার প্রতিযোগিতা গত শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় মিরসরাই সরকারি পাইলট স্কুল ও বিশ্ব দরবার শরীফ স্কুলের ছাত্রদের কৃতিত্বে মিরসরাই উপজেলা চ্যাম্পিয়ন এবং তৈলারদ্বীপ এরশাদ আলী স্কুলের ছাত্রদের নৈপুন্যে আনোয়ারা উপজেলা রানার্স আপ হয়। এছাড়া বালক বড় গ্রুপে সীতাকুণ্ড উপজেলার মহানগর নুরুল ইসলাম আদর্শ দাখিল মাদ্রাসার ছাত্র ওমর ফারুক ও বোয়ালখালী উপজেলার গোমদন্ডি পাইলট স্কুলের ছাত্র প্রাণোজ্জ্বল বড়ুয়া এবং বালক মধ্যম গ্রুপে বিশ্ব দরবার শরীফ স্কুলের ছাত্র আশিকুর রহমান সেরা সাঁতারু নির্বাচিত হয়। শেষে সাঁতার কমিটির আহবায়ক ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাকলিয়া সরকারি স্কুলের সহকারি প্রধান শিক্ষক বানিব্রত চৌধুরী ও জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক পারভীনা খাতুন বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের ক্রীড়া শিক্ষক আলমগীর কবির। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ক্রীড়া শিক্ষক আশীষ কুমার শীল ও মাসুদ ইবনে আলম।