কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের এক সদস্যকে কুপিয়ে আহত করেছে একদল রোহিঙ্গা।
গতকাল শনিবার বিকালে ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ এপিবিএন-এর অধিনায়ক এডিআইজি ছৈয়দ হারুনুর রশিদ। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। আহত পুলিশ কনস্টেবল মো. সাইদুল ইসলাম (২৪) রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন-এ কর্মরত। আটক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর বিডিনিউজের।
এডিআইজি হারুনুর রশিদ বলেন, শনিবার বিকাল ৫টার দিকে কনস্টেবল সাইদুল ইসলাম উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান। পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।
এডিআইজি বলেন, হামলায় এপিবিএন সদস্য সাইদুলের ডান হাতের কব্জিতে গুরুতর জখম হয়েছে। তার আঘাতের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে রাত সাড়ে ৮টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে; অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।