বিউটি সার্কাসে চিরকুটের ‘বয়ে যাও নক্ষত্র’

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। সরকারের অনুদান প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিবেদন করছে বসুন্ধরা গুঁড়া মশলা। গত বৃহস্পতিবার রাতে প্রকাশ হয় সিনেমাটির প্রথম গান। এর শিরোনাম ‘বয়ে যাও নক্ষত্র’। খবর বাংলানিউজের। চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমির কথা, সুর ও কণ্ঠে গানটির দৃশ্যে পাওয়া গেছে জয়া এবং এ বি এম সুমনের কিছু রসায়ন। অভিনেতা ফেরদৌসকেও পাওয়া গেছে অল্প সময়ের জন্য। এছাড়া টুকরো টুকরো চিত্রে সিনেমাটির বেশ কিছু দৃশ্য রয়েছে গানে। গানটির সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। সিনেমাটির পরিচালক মাহমুদ দিদার জানান, গানটি পূর্ণাঙ্গ আকারে প্রকাশ পেলেও সিনেমায় পাওয়া যাবে কিছু অংশ। ‘বিউটি সার্কাস’-এ জয়া আহসান ছাড়াও আরো অভিনয় করেছেন এ বি এম সুমন, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত ও হুমায়ূন সাধুসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধশর্মিলার বায়োপিকে অভিনয় করতে চান সারা?
পরবর্তী নিবন্ধনিপুণকে বাজে মেয়ে বললেন পীরজাদা হারুন!