আলোসিঁড়ি ক্লাবের সভা অনুষ্ঠিত

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

চটগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন আলোসিঁড়ি ক্লাবের সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় আলোসিঁড়ি ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শওকত আলীর নেতৃত্বে বিগত আলোসিঁড়ি ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় মো: সালাহ উদ্দিন জাহেদকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় । এতে যুগ্ন আহবায়ক করা হয়েছে হাজী নাজমুল হাসানকে। সদস্য সচিব করা হয়েছে নাহিদ মুরাদ মুন্নাকে। এছাড়া কমিটির সদস্যরা হলেন ঃ মোহাম্মদ নূর খান, হাজী সালাউদ্দিন কুদ্দুস, হাজী আব্দুল মতিন, মাসুদ পারভেজ, মোহাম্মদ মহিউদ্দিন, মো: রাসেল মুরাদ, ইশতিয়াক আহমেদ জনি, মোহাম্মদ সাহেদ মুরাদ। গতকাল শুক্রবার বাদ জুমা আলোসিঁড়ি ক্লাব কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটি সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু করে। এতে আলোসিঁড়ি ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী সদস্য ফরম সংগ্রহ করে আহ্বায়ক মো: সালাউদ্দিন জাহেদের নিকট হস্তান্তর করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, সেলিম আহমেদ, মনজুর আলম, হাজী নাজমুল হাসান, নাহিদ মুরাদ মুন্না, মো: নূর খান, মাসুদ পারভেজ, মো: রাসেল মুরাদ, সালাউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিরোপা জয়ের পরই উদযাপন করতে চায় বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাই পর্ব খেলা শেষ জাহানারা ও ফারজানার