পাকিস্তান দলের দুই ওপেনার এখন টি-টোয়েন্টির বিশ্বসেরা ক্রিকেটার। দুজনের মধ্যে দারুণ জুটি গড়ে উঠছে। কিন্তু সংশয় জাগছে কার্যকারিতায়। পরিসংখ্যানের পাতায় দারুণ সফল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উদ্বোধনী জুটি। তাই পাকিস্তান দল এই দুজনকে আলাদা করার কথা ভাবতেই পারছে না। বিশ্বকাপেও অটুট থাকবে এই জুটি। জানিয়েছেন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। এ দুজনের উদ্বোধনী জুটির ২৯ ইনিংসেই ৫টি শতরানের জুটি আছে তাদের। যা বিশ্বরেকর্ড। ৪৭.৬০ গড়ে জুটিতে রান এসেছে ১ হাজার ৩৩৩। তবে তাদের রান তোলার গতি নিয়ে অনেকেই প্রশ্ন করছে। তাদের রানের গতি নিয়ে মূল অভিযোগের জায়গা পাওয়ার প্লে ও প্রথম ১০ ওভারে। ২০২০ সালের শুরু থেকে এখনও পর্যন্ত পাওয়ার প্লেতে বাবরের স্ট্রাইক রেট ১১৫.৬৮, রিজওয়ানের ১১৫.৯৮। টি-টোয়েন্টিতে উদ্বোধনী ব্যাটসম্যানের জন্য যা ঠিক গ্রহণযোগ্য বলে মনে করা হয় না। দুজনই শুরুতে একটু সময় নিয়ে খেলে ইনিংস গড়তে পছন্দ করেন। পরে চেষ্টা করেন পুষিয়ে দিতে। কখনও কখনও তা পারেন ভালোভাবেই। কিন্তু থিতু হওয়ার পর কেউ আউট হয়ে গেলেই দল পড়ে বিপদে। তবে বিশ্বকাপে তেমনটি হবেনা বলে করছেন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। পাশাপাশি জুটির স্ট্রাইক রেটে উন্নতির আশা দেখালেন সাবেক এই ব্যাটসম্যান। দুজনই অনেক সাফল্য পেয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা এবং পরিসংখ্যানই বলে দিচ্ছে যে ওরা দারুণ ধারাবাহিকতায় রান তুলেছে।
তিনি বলেন সবশেষ ১৩ টি-টোয়েন্টির ৯টি জিতেছি আমরা। বড় দলগুলিকে হারিয়েছি এই পথচলায়। কয়েকটি ম্যাচে ভালো না করায় কাউকে বাতিল করে দেওয়া অন্যায়। এই ছেলেদের নিয়ে আমার কোনো সংশয় নেই। ওপর থেকে নিচ পর্যন্ত প্রায় সবাই আমাদের ম্যাচ জিতিয়েছে। গত বিশ্বকাপের পর থেকেই অস্ট্রেলিয়ার কন্ডিশন ভাবনায় রেখে আমরা পরিকল্পনা সাজিয়েছি। পুরো দলটাই আমাদের শক্তি এবং আমি আশাবাদী, এই দল আমাদের ভালো ফল এনে দেবে।












