মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে রাজপথে থেকে মোকাবেলা করলে সাম্প্রদায়িক সহিংসতা নির্মূল হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার বর্ধিত সভায় প্রধান বক্তা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এ কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীম কুমার দেব ও সাংগঠনিক সম্পাদক কল্লোল সেনের যৌথ সঞ্চালনায় বর্ধিত সভার উদ্বোধক পরিষদের প্রাক্তন সভাপতি ও এসএন্ডডি মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার। প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. প্রিয়রঞ্জন দত্ত, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ ও বিপুল কান্তি দত্ত প্রমুখ বক্তব্য দেন। বক্তব্য দেন, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, শ্রীনিবাস দাশ সাগর, বিশ্বজিৎ পালিত, অধ্যাপক শিপুল কুমার দে, প্রিয়তোষ চৌধুরী, সুনীল ঘোষ, সুগ্রীব মজুমদার দোলন, অ্যাড. পংকজ কুমার চৌধুরী, সুভাষ সরকার, বলরাম চক্রবর্তী, প্রসেনজিৎ পাল, রূপক শীল, রূপেন চৌধুরী, মাধব চন্দ্র দাশ, কাজল শীল, রণজিৎ কুমার শীল, রিমন মুহুরী, কাঞ্চন আচার্য্য, ঝুন্টু কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি