বান্দরবান সীমান্তে ফের মিয়ানমার বাহিনীর মর্টার-গুলি

রোহিঙ্গা নারী-শিশু সহ আহত ৪

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২১ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মিয়ানমার বাহিনীর ছোড়া মর্টারশেল এবং ভারী অস্ত্রের গুলি পড়েছে।

মর্টারশেলের আঘাতে ঘুমধুম সীমান্তের তুমব্রু নোম্যান্স ল্যান্ডের আশ্রয় কেন্দ্রের ২ জন রোহিঙ্গা শিশুসহ চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জন নারী। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কোনাপাড়া নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের পার্শ্ববর্তী কোনাকখাল এলাকায় ফের কয়েকটি মর্টার শেলের গোলা এসে পড়েছে। ভারী অস্ত্রের গুলিও উড়ে এসে পড়েছিল সীমান্তের এপারে।

এসময় মর্টার শেলের গোলার আঘাতে রোহিঙ্গা শিশু সহ চারজন আহত হয়। তারা সবাই কোনাপাড়া নোম্যান্স ল্যান্ডের আশ্রয় কেন্দ্রের রোহিঙ্গা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, “মিয়ানমারের ছোড়া গোলার আঘাতে তুমব্রু সীমান্তের ৪ জন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

তবে কোনাপাড়া নোম্যান্স ল্যান্ডের আশ্রয় কেন্দ্রের দলনেতা দিল মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ করেই গোলাগুলি এবং মর্টার শেল নিক্ষেপের সংখ্যা বেড়ে যায়। মর্টারশেলের শব্দে কেঁপে উঠছে রোহিঙ্গা শিবির। রাতে আটটার দিকে ৩টি মর্টার শেলের গোলা এবং ভারী অস্ত্রের গুলি উড়ে এসে পড়ে রোহিঙ্গা শিবিরের পার্শ্ববর্তী তুমব্রু কোনাপাড়া এলাকায়। আতঙ্কে রোহিঙ্গা শিবিরের শিশু, নারী-পুরুষরা বাংলাদেশী সীমান্তের কোনাপাড়া খালের ওপারে অবস্থান নিয়েছিল। মর্টারশেলের আঘাতে ৪ জন আহত হয়। তাদের কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধমির্জা ফখরুলরা যে হৃদয়ে পাকিস্তান লালন করেন সেটি মুখ ফসকে বলে ফেলেছেন
পরবর্তী নিবন্ধবান্দরবান সীমান্তে মিয়ানমারের মর্টারশেলে রোহিঙ্গা যুবক নিহত