চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় চলমান প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে দল পরিচালনা নিয়ে আলোচনা করা হয়। এই লিগে দল পরিচালনার জন্য একটি শক্তিশালী ফুটবল কমিটি গঠন করা হয়। আর এই ফুটবল কমিটিতে যুগ্ম সম্পাদক করা হয়েছে ডাঃ আশিকুল ইসলামকে। সভায় আশা প্রকাশ করা হয় তরুণ এই
ক্রীড়া সংগঠক মোহামেডান ব্লুজের ফুটবল দল পরিচালনায় দক্ষতার পরিচয় দেবে। যদিও লিগে এখনো পর্যন্ত ভাল ফল করতে পারেনি মোহামেডান
ব্লুজ। তিন ম্যাচের একটিতে হেরেছে সাদা-কালো জার্সিধারীরা। দুটি ম্যাচ ড্র করেছে। তবে আশা প্রকাশ করা হচ্ছে লিগের আগামী ম্যাচগুলোতে স্বরূপে ফিরবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ।