লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের প্রতিজ্ঞা ২৬তম লিও ডিস্ট্রিক্ট ও ক্লাব অফিসার জয়েন্ট ইনস্টলেশন ২০২২ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে দুই পর্বে অনুষ্ঠিত হয় লিও ডিস্ট্রিক্ট ও ক্লাব অফিসার জয়েন্ট ইনস্টলেশন প্রোগ্রাম-২০২২। প্রথম পর্বে সভাপতিত্ব করেন লিও জেলা ৩১৫-বি৪ এর ২০২১-২২ সেবাবর্ষের সভাপতি লিও আফিফা ইসলাম। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সদ্য শপথ গ্রহণ করা ২০২২-২৩ সেবাবর্ষের জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন এ জেলার দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন কোহিনূর কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী ও কেবিনেট ট্রেজারার লায়ন পারভীন মাহমুদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আশরাফ আলী বিশ্বাস, ডিপার্টমেন্ট হেড ড. ফয়সাল। সাথে আরও উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন এড. নুরুল ইসলাম, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন গাজী মো. শহীদুল্লাহ, জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আসিফ উদ্দিন ভুইয়া, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন নুর মোহাম্মদ বাবু, ডিস্ট্রিক্ট লিও ক্লাবস্ চেয়ারপার্সন লায়ন আনিসুল হক চৌধুরী, লিও ক্লাব ইয়ুথ এঙচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, লিও আফিফা ইসলাম, লায়ন ড. মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন বদিউর রহমান, লায়ন গাজী মো. গজনবী, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাসের রনি, লায়ন ওবাইদুর রহমান, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন আনোরারুল হক চৌধুরী, লায়ন শাহরিয়ার ইকবাল, লিও লামিয়া করিম প্রমুখ।
পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় সম্মিলিত জাতীয় সংগীত, আনুগত্য শপথ, লিও প্লেজ, অতিথি বরণ, ডিস্ট্রিক্ট ও ক্লাব অফিসারদের শপথ, কেবিনেট মিটিং ও পুরস্কার বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।