রাউজান ও রাঙ্গুনিয়ায় দুই সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১৫ উপজেলায় ইভিএমে ভোট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন সাধারণ ওয়ার্ডে রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা থেকে সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন রাউজান থেকে উত্তর জেলা আওয়ামী লীগ নেতা কাজী আবদুল ওয়াহাব এবং রাঙ্গুনিয়া থেকে আবুল কাশেম চিশতী।
গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ৫টি সংরক্ষিত ওয়ার্ডের বিপরীতে মহিলা সদস্যদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৬ জন এবং ১৫টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে সাধারণ সদস্যদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬১ জন। চট্টগ্রামসহ দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। এ ব্যাপারে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, চট্টগ্রামে ১ জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ ওয়ার্ডে সদস্য এবং ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ১৫টি কেন্দ্রে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর এবং ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধভাষাচিন্তা ও বঙ্গবন্ধু
পরবর্তী নিবন্ধচেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন পেয়ারুলসহ তিনজন