তৎকালিন পাকিস্তান আমলে দৈনিক আজাদী প্রতিষ্ঠার ১১ বছর পর অর্থাৎ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানি হানাদারদের রোষানলে পড়ে যখন দেশের সকল সংবাদপত্র প্রায় বন্ধ, ঠিক তখনি জীবনের ঝুঁকি নিয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক আজাদী তাঁর দীপ্তময় পথচলা অব্যাহত রেখেছিল। যা পরিস্থিতির প্রেক্ষাপটে কল্পনা করার কথাও ছিল না। অবশেষে সকল উদ্বেগ-উৎকণ্ঠাকে পেছনে ফেলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বীর বাঙালির অহঙ্কার মহান বিজয়ের সেই দুনিয়া কাঁপানো আনন্দময় গৌরবের সংবাদটি ১৭ ডিসেম্বর দৈনিক আজাদীই একমাত্র প্রকাশ করে। সেই থেকে স্বাধিন বাংলাদেশের প্রথম সূর্যোদয়ে প্রথম সংবাদপত্র হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয় প্রিয় আজাদী। পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক ছিলেন সর্বজন এতদঞ্চলের প্রথম ইঞ্জিনিয়ার মরহুম জনাব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব। তাঁর স্বপ্ন ছিল একটি নিরপেক্ষ সংবাদপত্র প্রকাশের মাধ্যমে চট্টগ্রামকে আধুনিক বিশ্বের সাথে যুক্ত করার। সেই দৈনিক আজাদী আজ ৬২ বছর পেরিয়ে ৬৩ বছরের গৌরবদীপ্ত ইতিহাস সৃষ্টির মাধ্যমে পরিণত হয়েছে বিশাল মহীরূহে। বিগত কয়েক দশকে আজাদীতে লেখালেখির মাধ্যমে অর্থাৎ আজাদীর হাত ধরে বহু লেখক ও সাংবাদিকের জন্ম হয়েছে। দৈনিক আজাদী শুরু থেকেই চট্টগ্রামের উন্নয়ন তথা জনস্বার্থমূলক সকল ইস্যুতে বরাবরই ছিল সোচ্চার। পরিশেষে জন্মদিনের শুভ কামনা রইল দৈনিক আজাদী পরিবারের সকলের প্রতি।