আবদুল্লাহ আল হারুন ছিলেন নির্মোহ রাজনীতিবিদ

মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্মরণসভায় বক্তারা

| বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, আবদুল্লাহ আল হারুন চৌধুরী ছিলেন একজন প্রকৃত শিক্ষিত বিদগ্ধ রাজনীতিবিদ। সাধারণ মানুষের প্রতি তাঁর শ্রদ্ধাবোধ ছিল, অত্যন্ত দরিদ্র এবং অখ্যাতজনকেও মূল্য দিতেন তিনি। বিষাক্ত সমাজ জীবনের ছোবল বা লোভার্ত কালিমা তাঁকে স্পর্শ করতে পারেনি। মানুষ হিসেবে আবদুল্লাহ আল হারুন চৌধুরী গৌরবোজ্জ্বল অঙ্গীকার পালন করে গেছেন। লোভকে সম্বরণ করতে পেরেছিলেন তিনি। নানা সময়ে নানা দল থেকে সরকারি উচ্চ আসনের অনেক অফার পেয়েও তিনি তা নির্মোহ মানুষের মতো এড়িয়ে যেতে পেরেছেন। তিনি নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পেরেছিলেন। আবদুল্লাহ আল হারুন চৌধুরী তাঁর কর্মের মাঝে সাধারণ মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগের প্রাক্তন কেন্দ্রীয় নেতা, সাবেক গণপরিষদ সদস্য, ভাষা সৈনিক আবদুল্লাহ আল হারুন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও আওয়ামী লীগে আবদুল্লাহ আল হারুন চৌধুরীদের ভূমিকা অপরীসীম। রাজনীতিতে এখন যে দুর্বৃত্তায়ন ঘটেছে তা থেকে যদি আমরা উত্তরণের পথ খুঁজি তাহলে এই প্রজন্মের কাছে আবদুল্লাহ আল হারুন চৌধুরীদের মতো রাজনীতিবিদের অবদান তুলে ধরতে হবে।
সভাপতির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম বলেন, রাজনীতি সবাইকে নিয়ে করতে হয়। রাজনীতিবিদদের দেশপ্রেম না থাকলে, সাধারণ মানুষের প্রতি দরদ না থাকলে, লোভ পরিহার করতে না পারলে রাজনীতি হয়না। আবদুল্লাহ আল হারুন চৌধুরী সেই শিক্ষা আমাদের দিয়ে গেছেন। অনিয়ম, বিভেদ সৃষ্টি করার মতো রাজনীতি তিনি কখনো করেননি।
স্মরণ সভায় আরো বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নজরুল ইসলাম চৌধুরী এমপি, সাবেক এমপি সাবিহা মুছা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সহ সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম চৌধুরী, আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতী, মহিউদ্দিন রাশেদ, কেন্দ্রীয় শ্রমিক লীগ সহ-সভাপতি সফর আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, দেবাশীষ পালিত, জসীম উদ্দিন শাহ, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, নুরুল আবছার চৌধুরী, শাহনেওয়াজ হায়দার শাহীন, নাজিম উদ্দিন তালুকদার, আবদুল কাদের সুজন, আবু তালেব, নাজিম উদ্দিন তালুকদার, মো. ইয়াছিন, আবু তাহের, বিজয় কুমার বড়ুয়া, নুরুল আমিন চৌধুরী, মাহবুবুর রহমান শিবলী, জয়নুদ্দিন জয়, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মরহুমের সন্তান শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দুর্ঘটনা, চালকসহতিনজন গুরুতর আহত
পরবর্তী নিবন্ধনোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা