টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে একেবারে শেষ দিনে। তবে দল ঘোষণার বেশ আগে থেকেই আলোচনা চলছিল বিশ্বকাপ দলে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহর জায়গা হবে কিনা তা নিয়ে। শেষ পর্যন্ত সব আলোচনায় জল ঢেলে মাহমুদউল্লাহকে বাদ দিয়েই ঘোষণা করা হলো অস্ট্রেলিয়ায় অনুষ্টেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান, লিটন কুমার দাশ এবং ইয়াসির আলি রাব্বি। এছাড়াও দলে ফেরানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে। গত এশিয়া কাপের দল থেকে মাহমুদউল্লাহ ছাড়াও বাদ পড়েছেন দুই ওপেনার এনামুল হক ও পারভেজ হোসেন ইমন এবং অফ স্পিনার শেখ মেহেদি হাসান। যদিও মেহেদি হাসানকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া আসরের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলটিই খেলবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও। এশিয়া কাপের জন্য প্রথম ঘোষিত ১৭ সদস্যের দলে ছিলেন পেসার হাসান মাহমুদ ও কিপার-ব্যাটসম্যান সোহান। অনুশীলনে আঘাত পাওয়ায় টুর্নামেন্টের আগেই ছিটকে যান হাসান। অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে না ওঠায় সেখানে খেলতে পারেননি সোহান। বিশ্বকাপ পর্যন্ত দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাকে। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় ওয়ানডেতে আঘাত পান লিটন। সেরে ওঠার পর তার ফেরা অনুমিতই ছিল। সেই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ম্যাচ খেলার সময় আঘাত পান ইয়াসির আলি। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ফিরলেন তিনিও।
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হওয়ায় কন্ডিশনের কথা বিবেচনা করে পেস বোলিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। অলরাউন্ডারসহ দলে পেসার পাঁচ জন। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। কিন্তু জায়গা ধরে রাখার মতো কিছু করতে না পেরে ফের বাদ পড়লেন তিনি। অপরদিকে এশিয়া কাপে কোনো ম্যাচ না খেলেই তার সঙ্গী হলেন পারভেজ হোসেন ইমন। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে। নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে যাবেন এই চার জন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান।