ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ চালাতে চালাতে রাশিয়ার কাছ থেকে আরও ভূখন্ড পুনর্দখল করে নিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পূর্ব ও দক্ষিণে সেপ্টেম্বরে শুরু হওয়া পাল্টা আক্রমণে সেনারা এখন রাশিয়ার কাছ থেকে ৬ হাজার বর্গকিলোমিটারের বেশি ভূখন্ড পুনর্দখল করে নিয়েছে। তবে বিবিসি এই দাবি যাচাই করতে পারেনি। রাশিয়া উত্তর-পূর্বের খারকিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলো খোয়ানোর কথা স্বীকার করেছে। কোনও কোনও সামরিক বিশ্লেষক একে যুদ্ধের একটি সম্ভাব্য যুগান্তকারী মোড় হিসাবেই দেখছেন। ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারকে রাশিয়া নিজেদের বাহিনীর পুনসংগঠিত করার পদক্ষেপ হিসেবে দাবি করে বলেছে, এর লক্ষ্য পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্কে মনোনিবেশ করা। তবে এমন দাবিকে রাশিয়ার অনেকেই প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন।