দেওয়ানহাটের আরমান হোটেলকে এক লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে নগরে একটি হোটেল ও একটি বেকারিকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর দৈনিক আজাদীকে জানান, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে দেওয়ানহাটের ‘আরমান হোটেল’কে এক লাখ টাকা এবং হামজারবাগে ‘মায়ের দোয়া বেকারি’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমমতার সহায়তায় নতুন ঘর পেল রাবেয়া বছরি
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে র‌্যাংকস এফসির নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষর