সাবেক ব্যাংক পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক প্রতারণা মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল) আগ্রাবাদ শাখার দায়েরকৃত ২০০ কোটি টাকার একটি চেক প্রতারণা মামলায় ব্যাংকটির সাবেক পরিচালক মোহাম্মদ নুর উন নবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমান এর আদালত। গতকাল ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। বাদী পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের পক্ষে আমরা আবেদন করলে আদালত আসামির বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি বলেন, ২০০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে চলতি বছর এফএসআইবিএল আগ্রাবাদ শাখার পক্ষে মো. মিজানুর রহমান বাদী হয়ে আদালতে এন আই এ্যাক্টের বিধান মতে মামলাটি দায়ের করেন। তিনি আরো বলেন, ২০০ কোটি টাকার চেক প্রতারণার অপর একটি অভিযোগে একই আসামির বিরুদ্ধে একই আদালত গত ১১ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসরকার শিক্ষা জাতীয়করণের প্রচেষ্টা অব্যাহত রাখবে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল এলাকা পরিদর্শনে মেয়র