রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ মিছিল

| বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন বলেছেন, রেলওয়ে একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান। রেলওয়েতে আউট সোর্সিংয়ের নামে ঠিকাদারের মাধ্যমে লোকবল নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার, নিয়োগ বিধি সংশোধন, পোষ্যকোঠা পূর্বের ন্যায় না করা পর্যন্ত সকল নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে অতীতের ন্যায় রেল কর্মকর্তাদের মাধ্যমে নিয়োগ কমিটি গঠন করে লিখিত পরীক্ষায় ৫০% নম্বর পেলেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। চাকুরীরতদের পদোন্নতির ক্ষেত্রে অতীতে যেভাবে রেলওয়ের কর্মকর্তাদের মাধ্যমে পদোন্নতি জটিলতা সৃষ্টি হতে পারে এমন পদোন্নতি প্রথা বাতিল করাসহ স্থায়ী কর্মচারীদের মত নিয়োগ পরীক্ষার মাধ্যমে পদায়নমূলকভাবে গেটম্যান ও গেটকিপারদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে।
গতকাল সকাল ১১টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা অরুন কুমার দাশ, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, অতি. সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইমুম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ। সভা শেষে মো. লোকমান হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বের জিএম মো. জাহাঙ্গীর হোসেনের সাথে জিএম কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়ে ১১ দফা দাবি আদায়ে রেল প্রশাসনসহ রেল মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে একটি লিখিত আবেদন জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগহিরায় মাইজভাণ্ডারী সম্মেলন
পরবর্তী নিবন্ধআলহাজ্ব ইউনুচ মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী আজ