গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নগরীতে ওএমএসের চাল ও আটা কিনতে ট্রাকে ও ডিলারের দোকানে ভিড় করেছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। গতকাল সকাল থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি আটা ক্রয় করতে এই ভিড় করেন।
নগরীর আন্দরকিল্লাসহ বেশ কয়েকটি স্থানে গিয়ে দেখা যায়, কিছুটা সাশ্রয়ের আশায় খোলা বাজারে বিক্রির (ওএমএস) ট্রাকের পেছনে ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে। অনেককে ঘণ্টার পর ঘণ্টার লাইনে দাঁড়িয়েও চাল-আটা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে দেখা যায়। গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশের মতো চট্টগ্রাম মহানগরী এবং জেলার ৯০টি পয়েন্টে ডিলারের মাধ্যমে প্রতিদিন খোলাবাজারে (ওএমএস) ১৮০ মেট্রিক টন চাল ও সাড়ে ৯ মেট্রিক টন আটা বিক্রি কার্যক্রম শুরু হয়। খোলাবাজারে ওএমএস’র চাল ও আটা বিক্রি কর্মসূচি শুরুর প্রথম দিন থেকে নগরী ও জেলার প্রতিটি ট্রাক সেইল পয়েন্ট এবং প্রতিটি ডিলারের দোকানে সাধারণ মানুষের দীর্ঘ ভিড় লেগে আছে।
এই কর্মসূচির আওতায় নগরীর ১৯টি ডিলারের দোকানে এবং ১৪টি খোলা ট্রাকে ৬৬ মেট্রিক টন চাল এবং শুধুমাত্র ১৯টি দোকানে ডিলারের মাধ্যমে সাড়ে ৯ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে। এছাড়াও চট্টগ্রামের প্রতিটি উপজেলা ও পৌরসভার ৫৭টি ডিলার কেন্দ্রে ২ মেট্রিক টন করে ১১৪ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের আজাদীকে বলেন, নগরীতে ১৪টি ট্রাকে (প্রতি ট্রাকে ২ মেট্রিক টন করে) ২৮ মেট্রিন টন চাল বিক্রির জন্য দিয়েছি। পাশাপাশি আমাদের নির্ধারিত ডিলারের মাধ্যমে নগরীর ১৯টি পয়েন্টে (ডিলারের পদাকানে) ৩৮ মেট্রিক টন চাল ও সাড়ে ৯ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে। প্রতিটি দোকানে চালের সাথে ৫০০ কেজি আটাও বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা খোলা ট্রাক থেকে ৩০ টাকা দামে ৫ কেজি চাল পাচ্ছেন। এছাড়া ডিলারের দোকান থেকে ৩০ টাকায় ৫ কেজি চাল ও ১৮ টাকায় ৫ কেজি আটা কেনা যাচ্ছে।