হাটহাজারীতে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়ায় নাঙ্গলমোড়া স্কুল চ্যাম্পিয়ন

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় স্কুল মাদ্রাসা ফুটবল খেলায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ফতেয়াবাদ এপিএবি রাইজিং সান স্কুলকে ২-০ গোলে পরাজিত করে উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের পক্ষে গোল দুটি করে দেলোয়ার হোসেন সাঈদ ও গাজী মো. সাইফুল ইসলাম তানহা। খেলার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাশিস হাটহাজারী উপজেলার সভাপতি মো. ফিরোজ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. জাফরসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল আলম হোসাইনী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, শিমুল মহাজন, মো. ফিরোজ চৌধুরী ও একাডেমিক সুপারভাইজার মো. মুসলিম উদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধসাবিনাদের আজ ভারত পরীক্ষা