‘শিশুদের মননকে উন্নত করতে বই পড়ার অভ্যাসের বিকল্প নেই’

ফ্রোবেল একাডেমিতে রিডিং মেলা

| মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ইনক্লুসিভ এডুকেশন এবং ক্যামব্রিজ এসোসিয়েটেড স্কুল ফ্রোবেল একাডেমি তাদের অনন্যা আবাসিক এলাকায় অবস্থিত সুপ্রশস্ত স্টেট অফ দা আরট ক্যাম্পাসে গতকাল একটি রিডিং মেলার আয়োজন করে।
মেলায় চট্টগ্রাম ও ঢাকার স্বনামধন্য পুস্তক বিক্রয় প্রতিষ্ঠানসমূহকে শিশু-কিশোরদের বইয়ের পসরা সাজানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। মেলায় শিক্ষার্থীরা তাদের শত শত পছন্দের বইয়ের সান্নিধ্যে দিন অতিবাহিত করে। মেলার বিভিন্ন স্টল থেকে তারা তাদের আগ্রহের ভিত্তিতে বই ক্রয় করে। ফ্রোবেল একাডেমি বিশ্বাস করে শিশুদের চিন্তাধারাকে উন্মুক্ত এবং মন ও মননকে উন্নত করতে সাহিত্য, কল্পনাপ্রসূত গল্প এবং বিভিন্ন ফিকশন ও নন-ফিকশন বই পড়ার অভ্যাসের বিকল্প নেই। মেলায় একাডেমির শিক্ষার্থীরা শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক ও দর্শকদের জন্য নাটিকা ও সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বিভিন্ন গল্পের বই থেকে তাদের প্রিয় চরিত্রগুলিকে উপস্থাপনের জন্য ফ্যাশন প্যারেডে অংশ নেয়। মেলার আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ভারত থেকে আগত লেখক ও শিক্ষাবিদ হেমা রামানাথন এবং শিক্ষাবিদ ও ফুটপ্রিন্ট ফিল্ম ফেস্টিভ্যালের সহ- প্রতিষ্ঠাতা বিদিশা রায় দাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝাউতলা বাজারে আবু হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রান্তিক জনগোষ্ঠীর তিনশ মানুষ পেলেন প্রধানমন্ত্রীর উপহার