ঝাউতলা বাজারে আবু হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে নগরের পাহাড়তলী থানার ঝাউতলা বাজারে আবু হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে নগরীর মোহরা কামাল বাজার, কাজীর হাট এলাকায় আরকান রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় নয়জনকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের কর্মশালা
পরবর্তী নিবন্ধ‘শিশুদের মননকে উন্নত করতে বই পড়ার অভ্যাসের বিকল্প নেই’