বাঁশখালীর পশ্চিম চাম্বল বাংলাবাজার জেলেপল্লিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অদ্বৈত-অচ্যুত মিশন, বাংলাদেশ ও নন্দনকানন শ্রীশ্রী তুলসীধামের ব্যবস্থাপনায় ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের উদ্যোগে আগুনে পুড়ে যাওয়া ১০০টি পরিবারকে রান্নার তৈজসপত্র, চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু, নগদ টাকা এবং গুরু পরম্পরার ছবি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, সাংগঠনিক সম্পাদক শ্যামদাশ ধর, রূপন কুমার দে, বাঁশী রাম দে, অ্যাডভোকেট সুজন কান্তি দে, সনাতন দাশ, প্রবীর দাশ, গোবিন্দ দাশ, সুপ্রিয় দাশ, দিলীপ ধর, রূপন ধর, প্রাণতোষ কর্মকার প্রমুখ। সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ কফিল উদ্দিন মজুমদার, নিহাল জুয়েলারী, জলদী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন সহ স্থানীয়রা। প্রেস বিজ্ঞপ্তি।










