ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ওয়েল ফ্যাব্রিক্স পরিদর্শন

পোর্ট সিটি ভাসির্টির টেক্সটাইল

| মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গত ১০ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও শিল্প এলাকার ওয়েল ফ্যাব্রিক্স এন্ড ওয়েল কম্পোজিট নিট লিমিটেড পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদের তত্বাবধায়নে বিভাগীয় সভাপতি জুবায়ের বিন সায়েদ ওলি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এই পরিদর্শনে অংশগ্রহন করেন। ওয়েল ফ্যাব্রিক্সের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে শিক্ষার্থীরা উইভিং, ডাইং, প্রিন্টিং, ল্যাবরেটরি পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কার্যপ্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করে। শেষে কারখানার সম্মেলন কক্ষে ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ তরিকুল ইসলাম শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সাথে বস্ত্র প্রকৌশলের সম্ভাবনাময় ভবিষ্যত, ক্যারিয়ারগত দিকনির্দেশনা বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁর নিকট হতে সম্মাননা স্মারক গ্রহন করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। পরিচালক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বলে জেলে পল্লিতে অগ্নিদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ