ছাত্রলীগ নেতা আবুল কাশেম চেতনার উৎস হয়ে বেঁচে থাকবেন

স্মরণসভায় বক্তাদের অভিমত

| মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেছেন, ২০০১ সালের বিএনপি জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যার মিশন শুরু করেছিল। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের আন্দোলন সংগ্রামের সুতিকাগার ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক দক্ষ ও সাহসী ছাত্রনেতা আবুল কাশেমকে বিএনপি জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়।
তিনি বলেন, শহীদ ছাত্রনেতা আবুল কাশেম চিরঞ্জীব, ছাত্র সমাজের চেতনার উৎস হয়ে চিরদিন বেঁচে থাকবে। গতকাল সোমবার নগরীর জিইসি মোড়স্থ রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে আবুল কাশেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ মহিম কায়সার কাশেম স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে স্মরণ সভা ছাড়াও দিনব্যাপী কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও জিয়াফত সহ নানা কর্মসূচি পালন করা হয়। ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আছিফুর রহমান মুন্নার সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আলী রেজা পিন্টু ও আবু সাঈদ সুমনের যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর। আরও বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন খোকা, কে.বি.এম. শাহজাহান, জসিম উদ্দিন খন্দকার, মশিউর রহমান রোখন, মিথুন বড়ুয়া, যুব সংগঠক এম আর আজিম, মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, কফিল উদ্দিন আহমেদ, ওমর কৈয়াম তৈয়ব, নজরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন এরশাদুল আমীন, সরওয়ার মোর্শেদ কচি, ভিপি ইউনুচ, ফরিদ উদ্দিন ফরহাদ, হাজী মো. সেলিম, সৈয়দ মোর্শেদ আলম, আব্দুল খালেক, বিপ্লব মিত্র, নাজমুল আহসান, দিদারুল আলম দিদার, আবুল বশর, আঞ্জুমান আরা, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ভূইয়া রাসেল, হাবিব উল্লাহ নাহিদ, আসহাব রসূল চৌধুরী জাহেদ, ফারুকুল ইসলাম অঙ্কুর, আব্দুল জলিল চৌধুরী বাহাদুর, কাজী আলমগীর, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, অহিদ চৌধুরী মুক্তি, তৌহিদুল আনোয়ার সেন্টু, শওকত উল্লাহ সোহেল, মুসফিকুর রহিম শাহীন প্রমুখ।

আবুল কাসেম স্মৃতি সংসদ : ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা শহীদ আবুল কাসেমের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মহিম, কায়সার ও কাসেম স্মৃতি সংসদে’র উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল কোরান তেলোয়াত, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কবরে পুষ্পস্তবক নিবেদন, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত। পরে এক সংক্ষিপ্ত স্মরণসভার আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নুরুল আনোয়ারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস কেবিএম শাহজাহান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক সরোয়ার মোর্শেদ কচি, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস এম আলম, এমইএস কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদের সাবেক নেতা জিয়া উদ্দিন কচি, সেলিম রেজা, খোকন চন্দ্র তাঁতী, সাইফুল ইসলাম, মো. ইসহাক, সরোয়ার জাহান, আজিম মাহমুদ চৌধুরী, শামসুল আলম লিটন, জুয়েল চৌধুরী, এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন, সাজেদুল করিম সাজু, শহিদুল ইসলাম, আবু সাহেদ, আবদুর রাজ্জাক, খোরশেদ আলম মানিক, সৈয়দ আনিসুর রহমান, হাসান আলী, কামরুল ইসলাম রাসেল, সাইদুর রহমান রাসেল, সাইদুর রহমান শাকিল, ইমাম ঊদ্দিন নয়ন, রাকিব হায়দার, শাহাদাত হোসেন হীরা, ইউসুফ আলী বিপ্লব, শাহাদাত হোসেন আবিদ, মাহতাব উদ্দিন সজীব, সাঈদ খান, জাহেদ হোসেন, এনামুল হক, তাজউদ্দিন আহমেদ, মো. আসিফ, বাপ্পী দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসমন্বিতভাবে চট্টগ্রামের উন্নয়নে কাজ করব
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে ৪ দিনব্যাপী ভর্তি মেলা আজ থেকে শুরু