হোসনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়ন পরিষদ মাঠে গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি গঠন হয়নি। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমরান হোসেন মুন্নার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী। উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. ইদ্রিসের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন মিল্টন, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, সদস্য ইঞ্জিনিয়ার অলি আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান হাজী দানু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম বরণ সুশীল, সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুগ্ম সম্পাদক মো. মঈনুদ্দীন মঈনু, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, দপ্তর সম্পাদক আবু বক্কর, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, হেলাল তালুকদার, আজিম উদ্দিন। কমিটি পরবর্তীতে ঘোষণা দেয়া হবে বলে জানান দায়িত্বশীলরা।

পূর্ববর্তী নিবন্ধপিটুপি ও ইডিইউর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধবেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি